বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজে নবীণ বনণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বছর পরিক্রমায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের সাথে সাথে জীবনের নতুন পথ চলা, নতুন ঠিকানায় যোগদান যেমন আনন্দের, তেমনই প্রতিষ্ঠান ছেড়ে বিগত বছরের স্মৃতিকে আঁকড়ে নিজেদেরকে নতুন দিগন্তে মিলিয়ে ধরবার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে দিকের পথ চলার শুভক্ষণ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান।
সেই পরিক্রমায় সাগর খালি আদর্শ ডিগ্রী কলেজে নতুন ভর্তি কৃত ছাত্র-ছাত্রীদের বরণ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মুকুল কুমার মৈত্র, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মিরপুর উপজেলা নিবার্হী অফিসা নাজমুল ইসলাম, সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের সভাপতি আব্দুল্লাহেল বাকী সহ কলেজের শিক্ষক অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন একেবারে পাড়া গায়ে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়া জেলা পর্যায়ে বেশ কয়েকবার পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে তাই অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের ও সেই সঙ্গে ছাত্রছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আশা করি আগামীতে এই ধারা অব্যাহত রেখে কলেজটি আরো ভালো কিছু করবে।
শিক্ষার্থীরা বলেন কলেজের শিক্ষকরা পাঠদানে আমাদের সাথে সব সময় সহদোপণ্য আচরণ করেন এবং সঠিক নির্দেশনা দিয়ে থাকেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাহিদুল ইসলাম ও ফিরোজ আহাম্মেদ।