
নিজস্ব প্রতিবেদক
বুধবার ৭ জুলাই সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামে এ মানববন্ধনের আয়োজন করে নিহতের পরিবার ও এলাকাবাসী।
কুষ্টিয়া মিরপুর উপজেলার মিটন গ্রামে জাসদ কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় নিরপরাধ পরিবারের উপরে হামলা, বাড়ি ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে সোমবার ৭ জুলাই সকালে সংবাদ সম্মেলন করেছে আসামীপক্ষরা। এই সম্মেলনে বলা হয় আসামী পক্ষের ঘর-বাড়ি ভাঙচুর, লুটপাট করা হচ্ছে। কিন্তু নিহতের পরিবার ও এলাকাবাসী বলছেন এগুলো সব মিথ্যা ভিত্তিহীন। তারা তাদের নিজেদের মালামাল নিজেরাই সরিয়ে নিয়ে যাচ্ছে যার প্রমাণ প্রশাসন ও কিছু ভিডিও ফুটেজ রয়েছে তাদের কাছে। লুট ভাঙচুর এর বিষয়ে দুটি মামলা মিরপুর থানা এজাহার ভুক্ত হয়েছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী দাবি করেন তারা কোনভাবেই বাড়িঘর ভাঙচুর ও লুটের সঙ্গে জড়িত নয় তাই অতি দ্রুত এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। নিহতের পরিবার ও এলাকাবাসী আরো বলেন যারা প্রকাশ্যে দিবালোকে এমন নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে সেই অনিক সহ তার সহযোগিদের অতি অবভিলম্বে ফাঁসি দিয়ে বিচারক কাজ সম্পূর্ণ করার জোর দাবি জানান।
উল্লেখ্য গত ৩০ জুন দুপুরে উপজেলার মিটন গ্রামে পূর্ব শত্রুতা জেরে জাসদ কর্মী জমির উদ্দিনকে পিটিয়ে আহত করে করে ছাত্রদল নেতা অনিক ও তার সহযোগীরা।
পরে আহত জমির উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করে। এবং ঐদিন ভোররাত্রে তিনজন আসামীকে গ্রেফতার করে পুলিশ।